‘মানুষকে বিভ্রান্ত করতে খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে’

স্টাফ রিপোর্টার : মানুষকে বিভ্রান্ত করতে নতুন করে কেউ ধর্ম, কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (৮ মার্চ) তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ সভার আয়োজন করে।
টুকু বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের সঙ্গে নাগরিক পার্টি গঠনের তুলনা করা ভুল। ৬৯ এর গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, কিন্তু দল করেনি, ক্ষমতায় যেতে চায়নি।
তিনি বলেন, একটা গোষ্ঠী ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যেন পতিত স্বৈরাচার ফিরে আসে।
এই বিএনপি নেতা বলেন, তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হতেই হবে। কোনো দল হুমকি-ধমকি দিলে বিএনপিও আর চুপচাপ বসে থাকবে না।
‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা মো. আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটি, স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক দিপু প্রমুখ বক্তৃতা করেন।
(ওএস/এএস/মার্চ ০৮, ২০২৫)