এবার নানাবাড়ি বেড়াতে আসা মাদরাসা পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা
একে আজাদ, রাজবাড়ী : এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানার বাড়ি বেড়াতে আসা প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পরে এ অভিযোগে করা মামলায় জহুর ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানি। মামলা দায়েরের পরপরই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত জহুর ইসলাম বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।
মামলার বাদী গণমাধ্যমকে জানিয়েছেন,তার নাতনি যশোরে একটি মহিলা মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ে। সে পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে বাগানে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর ইসলাম তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে জহুর তখন পালিয়ে যায়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন,মামলা দায়েরের পর রাতেই আসামি জহুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। (৮ মার্চ) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।
(একে/এসপি/মার্চ ০৮, ২০২৫)