বিকাশ স্বর্নকার, সোনাতলা : "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার বগুড়ার সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জানা যায়, গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পায়। এই স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস বিশ্বরূপ পায়। আন্তর্জাতিক নারী দিবস এখন নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সব ধরনের অর্জন উদযাপনের একটি বৈশ্বিক দিন। নারীর উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দেয়।

শনিবার বেলা ২টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রসাশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। তিনি বলেন, পুরুষের সাথে প্রতিযোগিতায় বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার কারণে উচ্চতর শিক্ষায় আমাকে অস্ট্রেলিয়ার মেলবনে পাঠানো হয়েছিল।

আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পৌর নেতা রাজ্জাকুল ইসলাম রাজ্জাক প্রমুখ।

নারীদের নিয়ে কবিতা আবৃত্তি করেন মহিলা বিষয়ক এর অধীনে কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক সুস্মিতা ঘোষ। তিনি বলেন, নারী পুরুষ একে অপরের পরিপূরক,একটি অংশকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি আরো বলেন, প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের যথাযোগ্য মর্যাদা সহ সম্মান করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে নিবন্ধিত নারী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/মার্চ ০৮, ২০২৫)