কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : ‘অধিকার, সমতা, ক্ষমতা নারী কন্যা উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা মহিলা বিষয়ক কমর্কতা মোসাঃ ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কমকর্তা মো, নুরুল আমিন, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, খন্দকার আজিজুর রহমান পেরা সহউপজেলা প্রশাসনের কমকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
(এসকেডি/এসপি/মার্চ ০৮, ২০২৫)