কাপাসিয়ায় হান্নান শাহ্ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রয়াত নেতা হান্নান শাহ্ স্মরণে বিশেষ দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার ঘাগুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতারের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত দদছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়নের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, মহসীন আলম রিটন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, ঘাগুটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ, হারুর উর- রশিদ মাঝি, হাবিবুর রহমান শাহিন, প্রমুখ।
আলোচনা শেষে মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী জন্য
দোয়া করা হয়।
(এসকেডি/এসপি/মার্চ ০৮, ২০২৫)