স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে পারিবারিক কলহের জেরে শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। শনিবার ভোররাতে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বসতঘরে পারিবারিক কলহের কারণে তার মাদকাসক্ত ছেলে মোঃ রমেন (২১) ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তার মা সেহেরি খেতে উঠে তার স্বামীকে গুরুতর আহত হয়ে জখম অবস্থায় পারে থাকতে দেখেন। তার মায়ের চিৎকারে বাড়ির আশে পাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, ভোররাতে মাদকাসক্ত ছেলের হাতে পিতার হত্যার ঘটনা জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

(এসএমএ/এএস/মার্চ ০৮, ২০২৫)