গোপালগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের নিউটন মজুমদার লিটনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুকুরের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার পুকুরে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে ওই নারীর লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।
কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, পুকুরে নারীর মরদেহ ভাসছে এমন খবর স্থানীয়দের কাছ থেকে পাই। পরে বাগান উত্তরপাড়া গ্রামের ওই পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মরদেহ দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে পুকুরের পানিতে ভাসছিল। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে আশাবাদ ব্যক্ত করে ওই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
পুকুরের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ওই পুকুরে মাছ চাষ করা হয়। পুকুরে একাধিক বস্তাভর্তি মাছের খাবার দেওয়া হয়। প্রথমে মরদেহের মাথার সামান্য অংশ ভাসতে দেখা যায়। তখন আমরা মনে করেছি, এচি মাছের খাদ্যের কোন বস্তায় বাতাস ঢুকেছে, তাই বস্তার ফুলন্ত অংশ ভাসছে। আজ সকালে মরদেহটি চার হাত-পা সহ ভেসে ওঠে। এটি দেখে পুলিশে থবর দেই। এ পুকুরের মাচায় মুরগীর ফার্ম রয়েছে। বাড়ির পাশের এ পুকুরটির অবস্থান উত্তর দিকে। সেখানে মানুষের যাতায়াত খুবই কম।
পুকুরের মালিক আরো জানান, ভাসমান মরদেহের পরনে লালচে শাড়ি ও ব্লাউজ ছিল।
(টিবি/এএস/মার্চ ০৮, ২০২৫)