কাপাসিয়ায় বিএনপির ইফতার মাহফিল

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযাগী সংগঠনর উদ্যােগে "রমজানের পবিত্রতা তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রানীগঞ্জ হাই স্কুল মাঠে ইফতার পূর্ব আলাচনা সভায় প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো, সোলায়মান মোল্লার সভাপতিত্বেই ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাসুম সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ ম মমতাজ উদ্দিন রেনু। প্রধান বক্তা হিসেবে ছিলেন, কাপাসিয়া উপজলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজলা পরিষদর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
অন্যান্যর মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানত্রী জানাতুল ফেরদসী, আব্দুল করিম বেপারী, আলী আকবর, অ্যাডভাকট রাহাত রহমান টুকু, উপজলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসন, অধ্যাপক মো. শামসুল হুদা লিটন প্রমুখ।
এছাড়া উপজলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।
(এসকেডি/এএস/মার্চ ০৭, ২০২৫)