সাতক্ষীরায় প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা
হামলাকারী ইন্দ্রজিৎ আউলিয়া জেল হাজতে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়িখালি মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসকে হত্যা চেষ্টার ঘটনায় হামলাকারী ইন্দ্রজিৎ আউলিয়ার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরার আমলী আদালত-৫ এর বিচারক রাফিয়া সুলতানা উভয়পক্ষের শুনানি শেষে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আসামী ইন্দ্রজিৎ আউলিয়া শ্যামনগর উপজেলার ভামিয়া গ্রামের ভগবান আউলিয়ার ছেলে। বাদি জয়দেব বিশ্বাস একই উপজেলার নকিপুর গ্রামের কাশীনাথ বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্যায়ামের জন্য হাঁটতে গেলে হায়বাতপুর রাস্তার উপরে ব্রীজের পাশে পৌঁছালে আসামী ইন্দ্রজিই আউলিয়া জয়দেব বিশ্বাসকে পিছন দিক থেকে মাথায় লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তার মাথার খুলি (স্কাল) ভেঙে যায়। তিনি মাটিতে পড়ে গেলে ইন্দ্রজিৎ তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তিনি জ্ঞান হারালে স্থানীরা তাকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন খুলনা সিটও মেডিকেলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে জয়দেব বিশ্বাস তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। তিনি বেশ কিছুদিন ভারতে চিকিৎসা নেন। পরবর্তীতে স্মৃতি ফিরে পাওয়ার পর থানায় গেলে মামলা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে তিনি গত বছরের ৬ ফেব্রুয়ারি সাতক্ষীরার আমলী ৫ নম্বর আদালতে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সাতক্ষীরা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পিবিআই এর উপপরিদর্শক ইমরান হোসেন সকল ডাক্তারি সনদ সংগ্রহ না করে আসামীদের দ্বারা প্রভাবিত হয়ে ঘটনা সত্য নয় বলে গত বছরের ২৩ মে আদালতে মনগড়া প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের বিরুদ্ধে বাদি আদালতে নারাজির আবেদন করেন।
বিচারক পিবিআই প্রতিবদন আমলে না নিয়ে কাগজপত্র পর্যালোচনা শেষে আসামী ইন্দ্রজিৎ আউলিয়া এর বিরুদ্ধে শমন জারির নির্দেশ দেন। শমন পেয়ে আসামি বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক রাফিয়া সুলতানা তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাদিপক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল মজিদ (২) আসামি ইন্দ্রজিৎ এর জামিন না'মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরকে/এসপি/মার্চ ০৬, ২০২৫)