ফুলবাড়ীয়া থানা পুলিশের অভিযানে ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ফুলবাড়ীয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ২ জন আসামি ও সিআর পরোয়ানা মূলে ২ জন আসামি ও জিআর পরোয়ানা মূলে ১ জন আসামিসহ মোট ৫ আসামি গ্রেফতার হয়েছে।
ওসি রোকনুজ্জামান এই প্রতিবেদককে জানান, জেলা পুলিশের কর্নধার এস পি কাজী আখতার উল আলমের দিকনির্দেশনা মোতাবেক ফুলবাড়িয়া পুলিশ এখন আইনশৃঙ্খলা রক্ষায় অভুতপূর্ব সাফল্যের পথে। গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(এনআরকে/এসপি/মার্চ ০৬, ২০২৫)