কেন্দুয়া প্রতিনিধি : সাহিত্য ও গবেষণায় ময়মনসিংহ গীতিকার সংগ্রহক কবি চন্দ্র কুমার দে লোক সাহিত্য পুরষ্কার পেলেন সাহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী (মরনোত্তর)। 

কেন্দুয়া উপজেলার সাজিউড়া গ্রামে লোকজ সংগ্রহশালা ও গণপাঠাগারের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ পুরষ্কার প্রদান করা হয়।

লোকজ সংগ্রহশালা ও গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রশালা ও পাঠাগারের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মো: নূরুল হক ভূঞা। গোলাম সামদানী কোরায়শী মরনোত্তর পুরষ্কার গ্রহণ করেন তার বড় ছেলে সাহিত্যিক ও সংগঠক ইয়াজদানী কোরায়শী কাজল।

এছাড়া চন্দ্র কুমার দে লোক সাহিত্য পুরষ্কার পান কবিতায় একুশে পদক প্রাপ্ত কবি হেলাল হাফিজের ছোট ভাই জাতীয় কবিতা পরিষদ সদস্য কবি নেহাল হাফিজ। নাট্য পালায় পুরষ্কার পান পালানাট্যকার রাখাল বিশ্বাস।

কথা সাহিত্যে পুরষ্কার পান কবি মাহবুবা খান দীপান্বিতা ও লোকগানে বাউল আলেয়া সরকার। তাঁদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: গোলাম মোস্তফা।

প্রধান আলোচক প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সহ- সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল, আলোচক হিসেবে ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী, সমন্বিত পাঠাগার আন্দোলন নেত্রকোনা জেলার শাখার আহ্বায়ক সাংবাদিক দিলওয়ার খান, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সহ-সভাপতি এনটিভির সাংবাদিক ভজন দাস, তারেক জিয়া পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো: মোতাসিম বিল্লাহ (নূর আলম জেসি), উপজেলা মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক শিক্ষক মো: মুখলেছুর রহমান বাঙ্গালী ও পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক সজল কুমার সরকার। একই অনুষ্ঠানে গ্রামের ছয় গুনীকে সম্মানিত করা হয়।

এদের মধ্যে ১০৫ বছরের প্রবীন ব্যক্তি হাজী আব্দুল কাদির ভূঞা, শিক্ষানুরাগী ও সমাজ সেবক নূরুল ইসলাম চান মিয়া, গীতিকবি সুমঙ্গল বিশ্বাস, বহুমাত্রিক শিল্পী প্রয়াত সুশীল বিশ্বাস, সংস্কৃতিসেবী ভূপালকৃষ্ণ সরকার ও ধর্মীয় সমাজকর্মী মাওলানা আব্দুল হালিম।

(এসবি/এসপি/মার্চ ০৬, ২০২৫)