নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ৩ জন ছিনতাইকারী আটক হয়েছে। গতকাল বুধবার জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- কোতোয়ালী থানার বাঁশবাড়ী কলোনীর মৃত কাশেম আলীর ছেলে মোঃ শরিফ আলী (৩৭), পুরোহিতপাড়ার মোঃ বাবুল মিয়া ওরফে বাবু মিয়ার ছেলে অনিক মিয়া (২৪)। তাদের দু’জনকে ছিনতাইকালীন হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ছিনতাই’র সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী শরিফ আলীর বিরুদ্ধে ১১টি এবং অনিক মিয়ার বিরুদ্ধে ৫টি মামলা আছে।

এছাড়াও জেলার কোতোয়ালী থানাধীন গাঙ্গিনাপাড় এলাকা থেকে ছিনতাইকারী মোঃ মোবারক হোসেন মুন্না (৩৫) কে গ্রেফতার করা হয়। সে কোতোয়ালী থানার আরকে মশিন রোডের মোঃ আব্দুর সালাম ওরফে ছালামের ছেলে। মুন্নার বিরুদ্ধে ১২টি মামলা আছে।

ডিবি অফিসার ইনচার্জ ইনেসপেক্টর আবুল হোসেন জানান, এছাড়া ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অন্য এক মাদক বিরোধী অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী আবুল কালাম আজাদকে মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করা হয়।আসামিদের বিচারের জন্য ভিন্ন ভিন্ন ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

(এনআরকে/এসপি/মার্চ ০৬, ২০২৫)