ময়মনসিংহে নকল জর্দা ফ্যাক্টরীতে অভিযান: ক্যামিকেল জব্দ, জরিমানা

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ সিটির কেউয়াটখালি বর্মন পাড়ায় জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্টেট মোঃ সফিকুল ইসলামের নেতৃত্বে নকল জর্দা ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা হয়।আজ সোমবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক মুফিদুল আলমের নির্দেশে নির্বাহী মেজিষ্টেট মোঃসফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এছাড়াও বিএসটিআই’র ইনেসপেক্টর শাওন কুমার ধর ও ইনেসপেক্টর রাইসুল ইসলাম ছাড়াও সিটি কর্পোরেশন এর বাজার মনিটরিং কমিটির মোঃ জাবেদ ইকবাল এবং জেলা পুলিশের এস আই আবুল কালাম আজাদ ও এস আই আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্স সর্বাত্বক সহযোগিতা করেন।
পরে লাইসেন্স না থাকায় জর্দা ফ্যাক্টরির মালিক বিজয় কুমার সরকারকে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম জেল প্রদান করা হয়। এছাড়া অবৈধ ক্যামিকেল (দাহ্য পদার্থ ২২০ কেজি) এক ড্রাম জব্দ করে সিটি কর্পোরেশন এর দায়িত্ব প্রাপ্ত জবেদ ইকবালের নিকট হস্তান্তর করেন। এ সময় নির্বাহী মেজিষ্টেট সফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিক সহ সকলকে শুভেচ্ছা জানান।
এ সময় এসিয়ান টিভির জেলা প্রতিনিধি তাসলিমা রত্না, দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের বিভাগীয় প্রতিনিধি নীহার রঞ্জন কুন্ডু, দৈনিক মুক্তখবরের ষ্টাফ রিপোর্টার তাসলিম সরকার ও প্রতিদিনের কাগজের সাংবাদিক সারোয়ার জাহান ফাহাদ ক্যামেরাম্যান সবুজ সহ অভিযান পরিচালনায় সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।
(এনআরকে/এসপি/মার্চ ০৬, ২০২৫)