নগরকান্দায় প্রতি ডজন ডিমের দাম ১১৫ টাকা

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বুধবার সকালে দপ্তরের সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রর মাধ্যমে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রিয় করা হয়।
বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহম্মদ সাইফুল ইসলাম, এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ এক্সটেনশন কর্মকর্তা ডাঃ মো. গোলাম আজম, রুহুল আমীন টিটুল, আল-আমিন সহ অন্যান্য প্রমূখ।
উল্লেখ্য, চলমান ডিম ও দুধ বিক্রয় কার্যক্রম উপলক্ষে বাজারে যেখানে ডিম ১৩০ টাকা ডজন সেখানে দপ্তরের পক্ষ থেকে ১১৫ টাকা করে বিক্রি করছেন এ দপ্তর ।এতে স্বল্প আয়ের মানুষ সুলভ মূল্যে ডিম খেতে পারবে বলে মনে করছেন তারা।
(পিবি/এসপি/মার্চ ০৫, ২০২৫)