মিয়ানমারে ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টর স্থাপনে রসাটমের সঙ্গে চুক্তি

বিশেষ প্রতিনিধি : মিয়ানমারে একটি স্মল মডিউলার রিয়্যাক্টর (এসএমআর) প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার সঙ্গে একটি আন্তঃসরকারী চুক্তি স্বাক্ষর করেছে দেশটি। রাশিয়ায় মায়ানমারের একটি সরকারী প্রতিনিধি দলের ভিজিটকালে ৪ মার্চ মস্কোয় চুক্তিটি সম্পন্ন হয়। রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চুক্তির খবর জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন এবং মায়ানমারের প্রধানমন্ত্রী ও স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হাইং এর উপস্থিতিতে রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং মায়ানমারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইউনিয়ন মিনিস্টার ডঃ মায়ো থেইন কিয়াও চুক্তিটিতে স্বাক্ষর করেন।
চুক্তিতে ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন যা ৩৩০ মেগাওয়াট পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব এমন একটি এসএমআর স্থাপনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী এবং পারষ্পরিক সহযোগিতার দিক নির্দেশনা উল্লেখ করা হয়েছে।
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারষ্পরিক সহযোগিতার লক্ষ্যে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া এবং মায়ানমার একটি আন্তঃসরকারী চুক্তি স্বাক্ষর করে। উভয় পক্ষ মায়ানমারে একটি এসএমআর স্থাপনসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সম্মত হয়।
মায়ানমারে বায়ু শক্তির ব্যবহারে রাশিয়া দেশটির সঙ্গে সহযোগিতা করছে। দেশটিতে বর্তমানে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বায়ুভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মানাধীন রয়েছে।
(এসকেকে/এসপি/মার্চ ০৫, ২০২৫)