সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর বাস স্ট্যান্ড এলাকায় থেকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি বিল্লো কির্তুনীয়াকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব ৬। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গ্রেফতার বিল্লো কির্তুনীয়া খুলনার তেরখাদা উপজেলার উত্তর বিবি আজগড়া গ্রামের মহাদেব কির্তুনীয়ার ছেলে।

র‌্যাব-৬ জানায়, ২০২২ সালের মে মাসে খুলনার তেরখাদা উপজেলার উত্তর বিবি আজগড়া গ্রামের বিল্লো কির্তুনীয়ার বাড়ীতে একই এলাকার ভিকটিম পাওনা টাকা আনতে সে কৌশলে তাকে পানীর সাথে চেতনা নাশক অষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে ও তা ভিডিও ধারন করে রাখে। পরবর্তীতে বিল্লো কির্তুনীয়া ওই ভিকটিমকে ওই নগ্ন আপত্তিকর ভিডিও দেখিয়ে তা প্রকাশের হুমকি দিয়ে ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে ওই নগ্ন আপত্তিকর ভিডিও ভিকটিমের স্বামীর কাছে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম গত ৯ জানুয়ারি নিজে বাদী হয়ে বিল্লো কির্তুনীয়াকে আসামি করে তেরখাদা থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও অভিযান কার্যক্রম চলমান রাখে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সদর কোম্পানির আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর বাস স্ট্যান্ড এলাকায় থেকে আসামি বিল্লো কির্তুনীয়াকে (৪২) গ্রেফতার করে। বুধবার সকালে আসামি বিল্লো কির্তুনীয়াকে তেরখাদা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

(এস/এসপি/মার্চ ০৫, ২০২৫)