মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পানিঘাটা গ্রামে অবস্থিত সার্বজনীন কালী মন্দির বটতলা প্রাঙ্গণে দ্বিতীয় বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস এর সূচনা ঘটে। গতকাল মঙ্গলবার অরুণোদয় পর্যন্ত মহানাম যজ্ঞানুষ্ঠান চলে। আজ বুধবার মহাপ্রভুর ভোগ আরাধনা ও প্রসাদ বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এবছর দেশের বিভিন্ন এলাকা থেকে ৬টি কীর্তনের দল অংশগ্রহণ করে। উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

(বিএস/এসপি/মার্চ ০৫, ২০২৫)