জামালপুর সদর উপজেলা আ'লীগের সভাপতি ডা. মান্নান গ্রেপ্তার

রাজন্য রুহানি, জামালপুর : জুলাই-আগস্টের ঘটনায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে তার পরিচালিত বেসরকারি ক্লিনিক থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বকুলতলায় অবস্থিত ওই আওয়ামী লীগ নেতার প্রতিষ্ঠিত বেসরকারি ক্লিনিক সুফিয়া হার্ট সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবু ফয়সল মো. আতিক বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ডা. আব্দুল মান্নানের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
(আরআর/এসপি/মার্চ ০৫, ২০২৫)