রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী‌তে ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দরা। সেইসঙ্গে প্রধান উপদেষ্টা ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।

আজ মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করে সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ইট নির্মাণ শ্রমিকরা।

এ সময় বিভিন্ন ইটভাটার মালিক–শ্রমিক মিলে প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আ‌নিছুর রহমান আ‌নিছ, সাংগঠনিক সম্পাদক রুবেল, গাইবান্ধা জেলা বাস মি‌নিবাস কোচ ও মাই‌ক্রোবাস শ্রমিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি মোশফিকুর রহমান রিপন, উপ‌জেলা বিএন‌পির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, সাংবাদিক মতিন মোহাম্মদ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি চান মিয়া প্রমুখ।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

(আরআই/এসপি/মার্চ ০৪, ২০২৫)