মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : পবিত্র রমজান মাসে প্রতিদিন রোজাদার মানুষের জন্য ইফতারের আয়োজন করবেন চৌমুহনী হকার্স মার্কেট মসজিদ কমিটি। নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের (খাজা হাফেজ মহিন উদ্দিন হকার্স মার্কেট) মার্কেটে অবস্থিত মসজিদের ২য় তলায় প্রতিদিন বিকাল ৫টা থেকে এই গণইফতারের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

রবিবার (২ মার্চ) দুপুরে জোহুরের নামাজের পর মসজিদে উপস্থিত শত শত মুসল্লিদের সম্মুখে দাঁড়িয়ে এই ঘোষণা দেন হকার্স মার্কেটের চেয়ারম্যান ও হকার্স মার্কেট মসজিদ কমিটির সভাপতি হাজী আবুল কাশেম।

হাজী আবুল কাশেম বলেন, রমজানে হকার্স মার্কেট মসজিদ কমিটির পক্ষ থেকে সকল রোজাদার মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচিকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করে তিনি আরো বলেন, সচ্ছল মানুষ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ উদ্যোগে জনকল্যাণে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করতে পারেন। যারা নিজে উদ্যোগ নিতে পারবেন না তারা চাইলে আমাদের তহবিলে খাদ্য সামগ্রী বা নগদ অর্থ পাঠিয়ে এই মহৎ কাজে শরিক হতে পারেন।

নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির লিঃ এর চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি হাজী আবুল কাশেম বলেন, রমজান মাস আসলে কৃত্রিমভাবে দ্রব্য মূল্যবৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হয়, অপরাধী চক্র সক্রিয় হয়। কিছু অসাধু ব্যবসায়ী অর্থের লোভে দিনের বেলায় বে-রোজদারীদের নিকট খাবার বিক্রি করে থাকেন। মার্কেটের মধ্যে এমন কাজ করা যাবেনা। যারা এ ধরনের অপরাধ করবে তাদের বিরুদ্ধে মসজিদ কমিটির পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

প্রয়োজনে তার দোকানে তালা ঝুলিয়ে দেয়া হবে। যারা রমজান মাসের সম্মান রক্ষার্থে এমন পবিত্র কাজে সহযোগিতা করবে তাদের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করা হবে।

এছাড়াও ২জন কোরআনে হাফেজ দিয়ে হকার্স মার্কেটে তারাবির নামাজ পড়ানো হচ্ছে এবং প্রতিদিন ইফতারের পূর্ব মূহুর্তে একজন আলেম দিয়ে রমজানের মাসআলা ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনাসহ দোয়া করা হবে।

(আইইউএস/এএস/মার্চ ০৩, ২০২৫)