ভারতের প্রখ্যাত নাট্যাচাৰ্য ড' পখিলা কলিতা ভারত গৌরব সম্মানে ভূষিত

রহিম আব্দুর রহিম, পঞ্চগড় : আসাম রাজ্যের প্রখ্যাত সাহিত্যিক, বিশিষ্ট পরিচালক ও অভিনেতা নাট্যাচাৰ্য ডক্টর পখিলা কলিতাকে দুবাইয়ে খ্যাতনামা দাদা সাহেব ফালকে অরগানাইজেশনের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল রাইটার সিলেব্ৰেটি 'ভারত গৌরব' সন্মাননা প্ৰদান করা হয়েছে ।
গত ২৩ জানুয়ারি দুবাইস্থ আন্তর্জাতিক লেবেণ্ডর হোটেলের বরো অডিটরিয়ামে আড়ম্বরপূৰ্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে দুবাইয়ের শেখ মোৱাইজা অলপ মোকাকাম, দুবাইয়ের প্ৰথম অভিনেতা ডক্টর' নাছির সোলেমান ড ইয়াকুব আলি, আসামের মাজর অলপ মারডুগি, বলিউড অভিনেতা আলি খানসহ দুবাইয়ের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
'ভারত গৌরব' সম্মাননা পদককে ভূষিত ডক্টর পখিলা কলিতার এযাবৎ অসমিয়া ভাষায় উপন্যাস, কবিতা ও গল্পের মোট ও ৯৫টি গ্রন্থ প্রকাশ হয়েছে।নির্মান করেছেন ৫৬টি শর্টফিল্ম। তিনি ভারতে বিভিন্ন রাজ্যসহ চীন, জাপান, নেপাল, ভুটান, বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছে।
(এআর/এএস/মার্চ ০৩, ২০২৫)