দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই উপজেলা প্রশাসন রবিবার ২ মার্চ দিন ভর উপজেলার সানোড়া ইউনিয়নের মধুডাঙ্গা গ্রামের অবৈধ এমএস ব্রিকস্ ও মাষ্টার ব্রিকস ইট ভাটার সবল স্থাপনা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাফফাত আরা সাইদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটা দুটি গুড়িয়ে দিয়েছে।

ইটভাটায় ভেকু দিয়ে ইট পোড়ানো চুল্লি ও ধোয় নির্গত হওয়ার চোঙ্গসহ সব স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।এসময় এখানেও মালিক পক্ষের লোক জনছিল না।

ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামনুন আহাম্মেদ অনিক বলেন যে কোনো অবৈধ ইট ভাটায় এমন অভিযান অব্যাহত থাকবে। এই সব ইট ভাটাগুলি ফসল উৎপাদন ও পরিবেশের চরম ক্ষতি করছে বলেন।

তিনি আরো জানান গত ১ মার্চ দুপুরে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মেসাস ধামরাই ব্রিকস এর সকল স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অবৈধ ইট ভাটাও উপজেলা সহকারী কমিশনার ভ’মি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাফফাত আরা সাইদ পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইটভাটা গুড়িয়ে দিয়েছে বলে ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামনুন আহাম্মেদ অনিক জানান।

(ডিসিপি/এএস/মার্চ ০২, ২০২৫)