স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ১ মার্চ শনিবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজ নগরে গভীর রাতে ডাকাতি করতে এসে ধরা পড়েছে টাঙ্গাইলের বাস ডাকাতির সাথে জড়িত ডাকাতরা।

পঞ্চগড় জেলা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া ডাকাতরা হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার সঠিবাড়ি-হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪১), দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে মোঃ তহিদুল ইসলাম (৪০), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামের আব্দুল আঃ জলিলের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৫) একই জেলা ও উপজেলার আজমপুর ফকিরপাড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে মোঃ হাসানুর (৪০) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পালানো শাহপুর গ্রামের আঃজব্বারের ছেলে মোঃ আয়নাল (৩৮)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার অভিযান চলছিলো। গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। পঞ্চগড়ে এই ডাকাতির ঘটনায় মজাদার এক ডিটেকটিভ কাহিনীর অবতারণ হয়েছে। গত ২৫ ফ্রেবুয়ারি টাঙ্গাইলের এক বাস ডাকাতিকে কেন্দ্র করে সারাদেশে তোলপাড় শুরু হয়, সরকার যন্ত্রে প্রচন্ড নাড়া পড়ে। টাঙ্গাইল পুলিশ প্রশাসন ডাকাতদের গ্রেফতারে মরিয়া হয়ে উঠে। সেই অনুযায়ী টাঙ্গাইল পুলিশ প্রশাসন একজন এডিশনাল পর্যায়ের পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়, এই ডাকাতদের গ্রেফতারের জন্য। দেশের বিভিন্ন স্থানে নিয়োগ করা হয় সোর্স, পেয়েও যান প্রাথমিক তথ্য। দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা টাঙ্গাইল থেকে চলে আসে রংপুরে, পর্যবেক্ষণ করতে থাকেন ডাকাতদের অবস্থান। এরমধ্যেই জানতে পারেন, ডাকাত দলটি পঞ্চগড়ের কোন এক সীমান্ত অবস্থান করছে, এই সংবাদ জানানো হয় পঞ্চগড় পুলিশ প্রশাসনকে।

পঞ্চগড় পুলিশ প্রশাসনের ধারণা ছিলো ডাকাতরা হয়তবা সীমান্ত হয়ে ভারতে পালানোর চেষ্টায় পঞ্চগড়ে প্রবেশ করেছে। সেই অনুযায়ী পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম ও জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা স্বশরীরে অভিযানে নামে। গভীর রাতে পঞ্চগড় জেলা বিভিন্ন সীমান্তের পুলিশের খন্ড খন্ড ভ্রাম্যমান টহলদল ও সোর্স বসানো হয়।পুলিশের শক্তিশালী অপারেশন তিন টিমের একটি রণচন্ডি, একটি ভজনপুর অন্যটি বুড়া-বুড়ি এলাকায় ওৎপাতে।এরমধ্যে সংবাদ আসে তেঁতুলিয়া উপজেলার শহরের নিকটবর্তী আজিজ নগর গ্রামের একটি বাড়িতে ডাকাতি হচ্ছে।

এই খবর পাওয়া মাত্র পুলিশের মূল অপারেশন টিমটি চলে যায় ঘটনাস্থলের কাছাকাছি, স্থানীয় লোকজনরা পুলিশকে জানান, আজিজনগর বেলায়েত মাস্টার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে এগুতে থাকে, এর মধ্যে পুলিশ খবর পায়,অন্য আরও একটা বাড়িতে ডাকাতি হবার। পুলিশ এবার তাদের অপারেশন গ্রুপকে দুটি ভাগে ভাগ করে অপারেশন শুরু করেন। টাঙ্গাইল পুলিশ প্রশাসন থেকে পঞ্চগড় পুলিশের কাছে পাঠানো ডাকাতদের একটি ছবি দেখানো হয় তেঁতুলিয়া আজিজনগরের যে বাড়িতে ওই রাতে প্রথম ডাকাতি হয়েছে তাদের। ছবি দেখে ভীকটিমরা তা শনাক্ত করলেই পুলিশ নিছিন্দ্র অভিযান শুরু করে। রাত ২টা থেকে ফজর নাগাদ পুলিশের নির্ঘুম অব্যাহত অভিযানে উল্লেখিতদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের অভিযানকালে এলাকার শতশত মানুষ পুলিশকে সহযোগিতা করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ব্যাপারে আগামীকাল ৩মার্চ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করবে বলে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

(আরএআর/এসপি/মার্চ ০২, ২০২৫)