ওসি ফরিদের সাহসিকতায় গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ইনেসপেক্টর ফরিদ আহম্মেদের সাহসিকতার কাছে হার মেনে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হলেন দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী।
গতকাল শনিবার সকালে ফরিদ আহম্মেদের নেতৃত্বে এস আই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে মুসুলী ইউনিয়নের এন আর বি ব্রিকফিল্ডের সামনে তল্লাশি চালিয়ে প্লাষ্টিকে মোড়ানো গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে আটক করে।
গ্রেপ্তাররা হলেন- আশরাফুল ইসলাম (৩৬) ও আলমগীর হোসেন (৩৪)। তাদের দু’জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি ফরিদ বলেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের কঠোর দিকনর্দেশনায় নান্দাইল মডেল থানা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতিতে অটল।
উল্লেখ্য, ইতিপূর্বে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জীবনের ঝুঁকি নিয়ে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
(এনআরকে/এসপি/মার্চ ০২, ২০২৫)