শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে বাইপাস স্পোর্টিং ক্লাবের আয়োজনে আওলাদ মেমোরিয়াল রাগবি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার পাটাভোগ ইউনিয়নের আভা রানী ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চারটি নারী ও চারটি পুরুষ দল অংশগ্রহণ করে। খেলায় Try Keepers পুরুষ দল skuadro পুরুষ দলের সাথে ১০-০ ব্যবধানে জয়ী হয় ও Bypass Sporting Club তৃতীয় স্থান অর্জন করে এবং SR Rugby Club নারী দল Phoenix দলের সাথে ৫-০ ব্যবধানে জয়ী হয়।

বাইপাস স্পোর্টিং ক্লাবের সভাপতি নুরুল ইসলাম পার্থর সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।

এতে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কারাল, বাইপাস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ সহ আরও অনেকে।

(এআই/এসপি/মার্চ ০১, ২০২৫)