বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে গণসংযোগ
-(1).jpg)
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিশাল গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালিয়াকান্দি উপজেলার জিয়ার উত্তরসূরী ও এলাকাবাসী আয়োজিত বিশাল গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মপরিকল্পনার ৩১ দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী আব্দুল জলিল, গীতাপাঠ করেন হরিদাস গোঁসাই। বিএনপি নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও শ্রী গণপতি মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মোঃ শাহিনুর রহমান শাহিন প্রমুখ। এসময় বালিয়াকান্দির বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়ন করে রাষ্ট্রের কাঠামো সংষ্কার করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য বিএনপির হাতকে শক্তিশালী করণ সহ রাষ্ট্র মেরামতে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সামাজিক চুক্তিতে পৌঁছানো, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা প্রবর্তন।
তিনি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর সহিংসতা ও তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা সহ বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বালিয়াকান্দিবাসী তথা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌছে দেওয়া যাবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, বিএনপির দলীয় সরকার গঠিত হলে বালিয়াকান্দির বেকার যুব নর-নারীদের জন্য কর্মসংস্থান, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট দীর্ঘ টেকসই শক্তিশালীকরণ, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান উন্নয়ন ও গ্রামকে আধুনিক শহরে রূপান্তরিত করবেন। তবে সাধারণ জনগণের জান-মালের বিষয়ে বিশেষ গুরুত্ব দিবেন বলেও জানান। আমাদের অর্থনীতিকে সচল রাখে গার্মেন্টস শিল্প ও দক্ষ জনশক্তি। বাংলাদেশের মানুষ আজ ভালো নেই, দুর্নীতির রাহুগ্রাস থেকে বের হতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সংসদে উচ্চ কক্ষ গঠন করা, সংসদ সদস্যরা দলীয় হয়ে থাকে তাদের করা আইনকে সংশোধন করা।
(একে/এসপি/মার্চ ০১, ২০২৫)