দিলীপ চন্দ, ফরিদপুর : হোগলা পাতা, কলাগাছের শুকনো অংশ, কচুরিপানা ও ও পাটের আঁশ থেকে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব পণ্য সামগ্রী। প্লাস্টিক ও পলিথিনের বিরুদ্ধে পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষাকে মাথায় রেখে ফরিদপুরের উদ্যোক্তা স্মৃতি রায় ব্যতিক্রমী এই কাজটি করে সফলতার মুখ দেখেছেন।

বিভিন্ন সাইজের ম্যাট, কনিকেল, সিলিন্ডার, ব্যাগ, ফ্লোর ম্যাট, পাপোশ, ওয়াল ম্যাটসহ পঞ্চাশ রকমের পণ্য তৈরী করে আরাধ্য ক্রাফ্ট এন্ড ক্রিয়েশন। উচ্চ শিক্ষিত এই নারীর উদ্যোক্তা আইনজীবী ও এক গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত হয়েও নিজ উদ্যোগে কারখানাটি গড়ে তুলেছেন। ফরিদপুরের বদরপুরে প্রধান সড়কের পাশে গ্রামীন পরিবেশে তারই প্রতিষ্ঠানে ২০ জন শ্রমিক কাজ করছে যারা সবাই দুস্থ নারী।

তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আরাধ্য এর নাম অনুসারে তিনি কুটির শিল্পের এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন একান্ত মমতায়। নিজের শিল্প সত্তাকে বাস্তবে মনের মাধুরী মিশিয়ে পণ্যে পরিণত করছেন তিনি। এজন্য অর্ডারও পাচ্ছেন প্রচুর। তার বেশিরভাগ পণ্যই চলে যাচ্ছে দেশের বাইরে, স্থানীয় বাজারেও রয়েছে চাহিদা তার প্রতিষ্ঠানে কাজ করে খুশি নারী শ্রমিকরা। যারা কিছুই করতেন না তারা কাজ করে চালাচ্ছেন সংসার।

ইচ্ছা শক্তি ও নিজের উদ্যমকে কাজে লাগিয়ে নিজের পরিবার ও সমাজের জন্য অবদান রাখতে পেরে খুশি স্মৃতি রায়। এ ধরনের ছোট ছোট উদ্যোগকে উৎসাহিত করতে সরকারকে স্বল্প সুদে ঋণ দেয়ার অনুরোধ স্মৃতি যাদের ব্যাংকে মরগেজ রাখার মত জমি নেই তাদের পাশেও সহজ শর্তে সুবিধা নিয়ে দাঁড়ানোর প্রস্তাব রয়েশে তার। মধুখালীর নিভৃত পল্লী ভাটিকান্দি গ্রামের মেয়ে স্মৃতি এখনো তার শিল্প সত্তার বিকাশে মায়ের পরামর্শ নে মায়ের কাছ থেকেই তিনি শিখেছেন এই নান্দনিক কুটির শিল্প।

(ডিসি/এসপি/মার্চ ০১, ২০২৫)