সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি প্রতিরোধ, রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ শনিবার কাপাসিয়া উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বাদ আছর কাপাসিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশের তাজউদ্দিন আহমেদ
চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, ইমতিয়াজ হোসেন বকুল প্রমূখ।

মিছিলটি উপজেলা সদরের ডাকবাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কাপাসিয়া বাজার, কলেজ রোড, থানার মোড় হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

(এসকেডি/এসপি/মার্চ ০১, ২০২৫)