বিকাশ স্বর্নকার, সোনাতলা : কুকি জগন্নাথপুর গ্ৰামে সনাতন ধর্মাবলম্বীদের মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলা সংলগ্ন বড়িয়াহাট কুকি জগন্নাথপুর গ্ৰামের কর্মকার পাড়া বারোয়ারি শীতলি মন্দিরে গ্ৰামবাসীর আয়োজনে এ কীর্তন অনুষ্ঠানে বিভিন্ন জেলার প্রখ্যাত কীর্তন শিল্পীরা নামসুধা ও লীলা কীর্তন পরিবেশন করেন।

স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকার সনাতন ধর্মানুরাগী নারী পুরুষ ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান অঙ্গন মিলনমেলায় রূপ নেয়। এই যজ্ঞানুষ্ঠানে এসে ধর্মানুরাগী ভক্তবৃন্দরা কীর্তনীয়াদের পরিবেশন কীর্তন শ্রবণ করেন। মাঝে মধ্যে কীর্তনের ভাবাবেগে অশ্রুসিক্ত নয়নে একে অপরকে জরিয়ে ধরে আলিঙ্গন করে।

নগর পাড়ার শ্রী গোপাল সাহা বলেন, সনাতনীদের মুক্তির লক্ষ্যে হরেকৃষ্ণ মহামন্ত্র যজ্ঞানুষ্ঠান ও রাধা-গোবিন্দের লীলা কীর্তন সেইসাথে ভক্ত সংঘই মানব জীবনে একমাত্র মুক্তির পথ।

বড়িয়াহাটের ভাইবোন মিষ্টান্ন ভান্ডারের মালিক গাদলু সাহা বলেন, কলিযুগের তারকব্রহ্ম নাম ছাড়া জীবের মুক্তি একেবারেই সম্ভব নহে।

এই যজ্ঞানুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি হৃদয় কুমার দাস, সহ-সভাপতি পার্থসারথি দাস, কোষাধ্যক্ষ সুশান্ত কর্মকার, বিষ্ণু দাস, পিন্টু দাস, রনজিত দাস, আনন্দ কর্মকার সহ সদস্যরা জানান, এবার তাদের ৭তম অধিবেশন। ২৬ ফেব্রুয়ারি বুধবার গীতা পাঠ গঙ্গা আবাহন মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান ২ মার্চ (রবিবার) দুপুরে শ্রীমন্মহাপ্রভুর ভোগ উৎসব এর মধ্যে দিয়ে ঘটবে সমাপ্তি।

(বিএস/এসপি/মার্চ ০১, ২০২৫)