একে আজাদ, রাজবাড়ী : ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী’র আয়োজনে আলোকিত মানুষের খোঁজে পাংশায় অনুষ্ঠিত হয়ে গেল পাংশা শিক্ষা উৎসব ২০২৫। এতে পাংশা উপজেলার ৫ শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে যোগ দেয়।

আজ শুক্রবার সকালে পাংশা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পাংশা মডেল থানার ওসি (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, সুর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা পারভীন সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন কাশ্মিম সিদ্দিকি কলি, সভাপতি, পাংশা শিক্ষা উৎসব ২০২৫ ও মুখপাত্র, ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী।

প্রথম পর্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম, বলেন আজকের অনুষ্ঠানে যে শিক্ষার্থীরা আসছো, তোমরাই একদিন আমাদের জায়গায় থাকবে, কেউ ডিসি হবে, কেউ এসপি হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যত। একটা সুন্দর দেশ গঠনে তোমাদের ভূমিকা অপরিসীম। তোমরাই সামনে নেতৃত্ব দিয়ে একটি সুন্দর ও শিক্ষিত দেশের তালিকায় বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। এখানে অনেক অভিভাবক আজকে উপস্থিত আছেন, সবার উদ্দেশ্য বলতে চাই, আপনার সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলুন। আপনারা যেভাবে আপনার সন্তানকে মানুষ করবেন, আপনার সন্তান সেভাবেই গড়ে ওঠবে। আপনাদের সন্তানদের সব সময় খেয়াল রাখুন, তারা কাদের সাথে মিশছে। তাদের চলাফেরা খেয়াল রাখুন তারা কি মাদকে আসক্ত হচ্ছে কিনা বর্তমান সময়ে তরুণরাই বেশি মাদকে আসক্ত হচ্ছে।

আপনারা যারা অভিভাবক আছেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি, মাদকের হাত থেকে আপনি পারেন আপনার সন্তানকে বাঁচাতে। বর্তমান সময়ে শহর থেকে গ্রামে যে বিষয়টি বেশি লক্ষ্য করা যায় সেটি হলো বাল্যবিবাহ, আপনাদের সন্তানের বয়স হওয়ার আগেই তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিচ্ছেন। ফলে তাদের মাঝে যে প্রতিভা আসে সেগুলো তারা প্রকাশ করার সময় পায় না। এতে আপনি আপনার পরিবার সবাই পিছিয়ে যাচ্ছেন, সাথে দেশও পিছিয়ে যাচ্ছে।

দ্বিতীয় পর্বে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেয় উপজেলার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) পাংশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন সহ আরো অনেকে।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মুয়ীদ খান, সাধারণ সম্পাদক ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৫)