শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে 'বিভিন্ন জাতের আলুর প্রদর্শনী প্লট স্থাপন ও মাল্টিলেকেশন পারফরমেন্স যাচাইয়ের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে দিনাজপুরের নশিপুর এলাকায় এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি'র মহাব্যাবস্থাপক (উদ্যান ও এএসসি) ড. মো. ইসরাত।

বিএডিসি'র যুগ্ন পরিচালক ড. সুনতানুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর অঞ্চলের মাননিয়ন্ত্রণ অফিসার আসাদুরজ্জামান খাঁন, আলু হিমাগারের উপপপরিচালক আবু জাফর মোহাম্মদ নেয়ামত উল্লাহ্‌, কন্ট্রাক গ্রোয়ার্সের উপপপরিচালক মো. মাজহারুল ইসলাম, সহকারি পরিচালক সুলতানা রাজিয়া,
সহকারি পরিচালক মো. সাহাবুদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ প্রকল্পের সহায়তায় দিনাজপুর বিএডিসি আলু হিমাগার আয়োজিত এ মাঠ দিবসে শতাধিক কৃষক অংশ নেয়।

আলোচনার আগে অতিথিবৃন্দ ও কৃষকের আলু উৎপাদনের মাঠ পরিস্থিতি পরিদর্শন করেন। বক্তারা, দেশে আলু উৎপাদনে আশাতীত সাফল্যের প্রশংসা করেন। নতুন নতুন জাতের আলু উৎপাদন ও বিদেশে আলু উৎপাদন বাড়ছে বলেও জানোনো হয়।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৫)