শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জন সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও ইত্তেফাকুল ওলামা ফুলপুর উপজেলা শাখার ব্যানারে বর্ণাঢ্য র‌্যালিটি ফুলপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে হোটেল, রেস্তরাঁ ও চা স্টলসহ সকল প্রকার খাবারের দোকান দিনের বেলায় বন্ধ রাখার আহ্বান জানান। এসময় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসা মোহতামিমসহ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

(এসআই/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৫)