দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে শিব রাত্রি উৎসব পালন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসব মূখর পরিবেশের আমেজ বিরাজ করছে। গতকাল বুধবার ভোর থেকে ছোট বড় সব বয়সের নারীরা উপবাস থেকে বিকেল থেকে  গভীর রাত অবদি ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেছে। দেশ স্বাধীন হবার কয়েক বছর থেকে ধামরাই উপজেলা চত্তরে শিব মটে পুনরায় মূর্তি স্থাপনের পর পূজার্চনা শুরু হয়েছে। 

এই শিব মটের সামনেই একটি বড় পুকুর রয়েছে। শতাধিক বছর পূর্বে ততকালিন অর্থশালী জনৈক চান মোহন বসাক এই পুকুর ও শিব মটের প্রতিষ্ঠা করেছেন। আজ এখানেই বড় আকারে ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে থাকে। বর্তমানে পুকুর ও তার সব সম্পত্তি সরকারে আওতায়। এথানে উপজেলা পরিষদ ও সকল সরকারী অফিস কার্যক্রম সুন্দর ভাবে চলছে। উপজেলা প্রশাসন থেকেও সহযোগিতা করছে ধর্মীয় অনুষ্ঠান পালনে।

প্রতি বছর এখানেই শিব চর্তরদশী সহ বারো মাসে তের পার্বন অনুষ্ঠিত হয়। শিব চর্তরদশীতে উপস্থিত পূজারী মহিলাদের উলধ্বনিতে মূখরিত হয়ে উঠে মন্দির অঙ্গন। শত শত নারী পূরুষ এই মন্দিরে পুজা অর্চনা শেষে শিবের মাথায় জল ও দুধ ঢেলে প্রাথনা কার্য সম্পন্ন করেছে।

এছাড়াও কায়েত পাড়ায় চার শতাধিক বছরের পুরোনো ঐতিহ্যবাহী মাধব বাড়ি মন্দির ও শিব মন্দিরে প্রতি বছরের মতো এবারো হাজারো ভক্ত নারীী ও পূরুষের ঢল নামে শিবে মাথায় জল ও দুধ ঢেলে প্রার্থনায়। ভক্তরা পরিবার ও দেশ জাতির মঙ্গল প্রার্থনা করেছে।

জাবির ফার্মেসী বিভারে ছাত্রী তিথি বণিক বলেন, শিবে মাথায় জল ও দুধ ঢেলে মনো বাসনা পূন্য করতে ও দেশের মঙ্গল কামনা করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঢাকা জেলা কমিটির সাধারন সম্পাদক ও ধামরাইয়ের চার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী রথ ও মাধব মন্দির কমিটির যগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, এ উৎসব এখন শুধু মাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান টুকুই আমাদের। ধর্মীয় গন্ডী পেড়িয়ে আজ সার্বজনীনতা লাভ করেছে। ধামরাইয়ে সুন্দর পরিবেশে ধর্মীয় সকল অনুষ্ঠান পালিত হচ্ছে।

(ডিসিপি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৫)