প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে ট্রলির নি‌চে চাপা প‌ড়ে আবুল হোসেন (৫৫) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ব্রিজের পূর্ব পাড়ের যাত্রাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রলিচালক আবুল হো‌সেন ট্রলিতে করে আলু নিয়ে কু‌ড়িগ্রাম থে‌কে যাত্রাপুর যাওয়ার প‌থে ধরলা ব্রিজের পূর্ব পাড়ে বাক নি‌তে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ট্রলিচালক কুড়িগ্রাম সদর উপজেলা ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

অপর‌দি‌কে, জেলার উলিপুর উপ‌জেলার গুণাইগাছ ইউনিয়‌নের নন্দু‌নেফরা গ্রা‌মে ট্রাক্ট‌রের লাঙ‌লের হা‌লে কাটা প‌ড়ে প্রকাশ চন্দ্র (১৮) না‌মে এক যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। তি‌নি ওই গ্রা‌মে‌র মৃত তারপদ চ‌ন্দ্রের ছে‌লে।
স্থানীয়রা জানায়, একই এলাকার মোজার ট্রাক্টর দি‌য়ে নন্দু‌নেফরা গ্রা‌মের তিস্তা নদীর চ‌রে জ‌মি কাটার সময় প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে ব‌সে ছি‌লেন। এ সময় ট্রাক্টর থে‌কে প‌ড়ে গি‌য়ে লাঙ্গ‌লের হা‌লে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থ‌লে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিয়তের পরিবার আইনগত সহায়তা চাইলে তাদেরকে সহায়তা করা হবে।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৫)