পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের স্কিলস কম্পিটিশন আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটায় তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।যা শিক্ষার্থীর জন্য ছিলো প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের একটি অনন্য সুযোগ। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টরগণ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেরা প্রকল্পগুলোর মূল্যায়ন করে ফলাফল প্রদান করেন।
প্রতিযোগিতায় পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পলিটেকনিক শাখার সহকারি পরিচালক-(৩) মোঃ মাহবুবুর রহমান, তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা এবং ভবিষ্যতে আরও উন্নত প্রকল্প উপস্থাপনের জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগী ও প্রতিষ্ঠান পর্যায়ে বিজয়ীদের সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠান সভাপতি আব্দুল মতিন ডালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলেহাহাট ফাযিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ও বিশিষ্ট নাট্যকার, কলামিস্ট মো.আব্দুর রহিম।স্কীলস কম্পিটিশনে বিজয়ী শিক্ষার্থীরা হলো,সুইচ, সকেট নির্দেশক বাতি, ফিউজ ও এনার্জি মিটারসহ বৈদ্যুতিক সংযোগ প্রকল্পে মো. নূরজামাল,ইলেকট্রনিক ফ্যান রেগুলেটর ডিজাইন ও নির্মাণ প্রকল্পে,মো. মাহাফুজার রহমান,তিন ফেজ মোটরের জন্য স্টার-ডেল্টা স্টার্টার সংযোগ প্রদান প্রকল্পে সাজ্জাত হোসেন প পঞ্চগড় ও গ্রাফিক ডিজাইন টুল ব্যবহার করে লোগো ডিজাইন প্রকল্প মো. তাশিন ইসলাম প্রমূখ।
এই প্রতিযোগিতা, ASSET প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্টরা মতামত দিয়েছেন। ভবিষ্যতেও এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব অধিকতর বৃদ্ধি পাবে বলেও তাঁরা মনে করেন।
(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৫)