শেখ হাসিনার বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে গুম-খুন, গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসব দাবিতে জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে আজ বুধবার বিকেলে শহরের গেইট পাড় এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয় মিছিলটি।
জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের
সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের আগ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সদস্য হাবিবুর রহমান, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম-সম্পাদক শামীম হোসেন মঙ্গল, শহর যুবদল নেতা মো. রোমান মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, সাইফুল ইসলাম, নুর ইলাহি নীল, সজীব আহাম্মেদ ডোনা, মো. রাফি, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস, যুগ্ম-সম্পাদক রুবেল, মাহমুদুল হাসান, শহর ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান ইলি, জিসাস জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল, জাতীয়তাবাদী প্রজন্ম দল জামালপুর জেলা শাখার সদস্য সচিব মো. আব্দুল মান্নান, জামালপুর দক্ষিণ ছাত্রদল শাখার নেতা সাজ্জাদ হোসেন, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাম্মেদ বাবু প্রমুখ।
বক্তারা সারাদেশে খুন গুম ও গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। এছাড়া প্রশাসনের কাছে জামালপুরে আসামি হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারেরও দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)