সন্ত্রাসীদের হামলা ও ছুরিকাঘাতে আহত ১২
গাজীপুর আদালত চত্ত্বর থেকে দুই বিচারপ্রার্থীকে অপহরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর আদালতে একটি মামলায় দুই বিচারপ্রার্থীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছে। ঘটনার পর আদালত পাড়ায় বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের অফিস সহকারি আইয়ুব আলী গুরুত্বর আহত হয়েছেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই আইনজীবীর সহকারীকে মারধর করে আহত করা হয়েছে। এসময় বিচারপ্রার্থী অপর ১০ জনকে মারধর করা হয়।
তারা হলেন- আলমগীর মৃধা, মোঃ রানা, দোলেনা বেগম, খোকন মিয়া, মমতাজ উদ্দিন, জয়নাল আবেদীন। আহত অন্যদের নাম জানা যায়নি।
আজ বুধবার দুপুরে আদালতের পশ্চিম পাশে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
অপহৃত দুই বিচারপ্রার্থীরা হলেন- গাজীপুরের শ্রীপুর থানার তেলিহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. মিলন মিয়া (৩৫) ও বাবুল মিয়া (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং জিএমপি সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান।
এ ঘটনায় মামলার বাদি এস এম নাজমুল হক নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার শহীদুল্লাহর ছেলে।
বিচারপ্রার্থী এনামুল হক জানান, তাদের বিরুদ্ধে বাদি নাজমুল হক চলতি বছর জানুয়ারি মাসে জমি সংক্রান্ত একটি মামলা করেছিলেন। ওই মামলায় আমরা ১৩ জন জামিনে ছিলাম। বুধবার আদালতে মামলার চার্জশীট জমা হলে আমাদের আইনজীবী আমাদের স্থায়ী জামিন প্রার্থনা করেন। আর আসামি বাদি পক্ষের আইনজীবী জামিন বাতিলের প্রার্থনা করলে আদালত আমাদের জামিন বহাল রাখার আদেশ দেন।
তিনি বলেন, আমরা আদালত থেকে বের হওয়ার সময় বাদি ও তার সঙ্গে থাকা কয়েকজন দা, চাকু, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পথরোধ করে। বিষয়টি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে জানালে তিনি আমাদের আনতে দুই কর্মচারী পাঠান। কিন্তু তাদের সামনেই আমাদের ওপর হামলা চালানো হয়।
গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, জামিনের পরপরই আসামিরা বাদীপক্ষের অস্ত্রধারীদের দেখে ভয় পেয়ে বিষয়টি তাকে জানান। আমি তাদের নিরাপদে নিয়ে আসতে কর্মচারী পাঠাই। কিন্তু আদালত চত্বরে বাদিপক্ষ তাদের ওপর হামলা চালায়। এতে আইনজীবী সমিতির দুই কর্মচারীও গুরুতর আহত হন। কর্মচারী আইয়ুব আলীর মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে দুইজন পুলিশ সদস্য ছিলেন, তবে তারা কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে এবং আইনজীবী সমিতির সাধারণ সভায় আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, দুই বিচার প্রার্থীকে আদালত প্রাঙ্গন থেকে তুলে নেওয়ার পর বিকাল সাড়ে তিনটার দিকে একটি অটো রিকশাযোগে অজ্ঞাত ব্যক্তিরা অপহৃত দুই বিচারপ্রার্থীকে আদালতের প্রধান ফটকের সামনে নামিয়ে দিয়ে যায়। এসময় তাদের গায়ে যে জামা কাপড় ছিল তা রেখে দিয়ে অন্য জামা কাপড় পড়িয়ে দেয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, আদালত চত্বরে হামলার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এস/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)