ফুলবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে ফুলবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৯ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৪টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিতরা হলেন- সহ সভাপতি ১, আবুল কালাম (দৈনিক ইত্তেফাক), সহ সভাপতি ২, নজরুল ইসলাম খান (দৈনিক সন্ধানী বার্তা), সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম (দৈনিক কালের কন্ঠ), অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহামেদ নীলু (দৈনিক মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক সেলিম হোসাইন (দৈনিক আজকের পত্রিকা), ধর্মীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম (দৈনিক ঢাকা প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মির্জা মোঃ মঞ্জুরুল হক (দৈনিক ময়মনসিংহ প্রতিদিন), কার্যকরী সদস্য ৩, কবীর উদ্দিন সরকার হারুন (দৈনিক সমকাল)।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ সাধারণ সম্পাদক আলী আশরাফ (দৈনিক মুক্তখবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোত্তালিব দরবারী (ফ্রিল্যান্স), তথ্য যোগাযোগ প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মদন মোহন দাস (দৈনিক ইনকোয়ারী রিপোর্ট)
কার্যকরী সদস্য ১, রফিক আহমেদ মিঠু (দৈনিক যুগান্তর), কার্যকরী সদস্য ২, নূরুল ইসলাম খান (দৈনিক যায়যায়দিন)।
উল্লেখ্য, ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম পদাধিকার বলে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি।
(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)