রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক মিটিং শেষে বের হবার পর নাশকতা মামলায় ৪ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। তারা আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। আটকের পর তাদেরকে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন (৪২), চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো (৫৮), ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু (৫২) শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান (৬৩)।

জানা গেছে, আটককৃত চার চেয়ারম্যান সকালে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে মাসিক সমন্বয় মিটিংয়ে উপস্থিত হন। তাদের উপস্থিতি জানতে পেরে উপজেলা পরিষদে আসে মেলান্দহ থানার পুলিশ। মিটিং শেষে বের হওয়ার সময় উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক হওয়া চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়াও জুলাই-আগস্টে ছাত্রদের উপর হামলার ঘটনাতেও তাদের সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে আজ মেলান্দহের চার চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।'

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)