জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

রাজন্য রুহানি, জামালপুর : ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে আসার পর অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ফ্রেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে চেষ্টা করেছে পিবিআই পুলিশ। তবে পরিচয় শনাক্ত হয়নি এখনো।
পুলিশ সূত্রে জানায়, 'ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে নিহত অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেনে উঠেন। পরে ট্রেনে ওই ব্যক্তি ঘোরাফেরা করেন। এক পর্যায়ে ট্রেনের পাওয়া কার (ইঞ্জিন বগির) কাছে করিডোরে হঠাৎ করে পড়ে যান। পরে যাত্রীরা নিহত ব্যক্তিকে মাথা পানি দেন। নান্দিনা রেলওয়ে স্টেশন ট্রেনটি ছেড়ে আসার পরে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম বলেন, 'আমরা ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারি যে, ময়মনসিংহ থেকে ট্রেনে উঠেছিলেন নিহত ওই ব্যক্তি।ট্রেনের ভেতরে তিনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। একপর্যায়ে ট্রেনের ভেতরে মাথা ঘুরে তিনি পড়ে যান। নান্দিনা রেলওয়ে স্টেশন পার হওয়ার পর ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তিনি মানসিক রোগী, তাঁর শরীর একদম রোগা। পিবিআই পুলিশ নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তক করার চেষ্টা করেছেন। তবে পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)