মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমিতে স্থানীয় প্রভাবশালী মহলের নির্মাণাধীন বেশ কিছু অবৈধভাবে নির্মাণ করা দোকানঘর উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। 

আজ বুধবার দুপুরে ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার ভাঙ্গাব্রিজ সংলগ্ন সড়কের পাশে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার ভাঙ্গাব্রিজ সংলগ্ন সড়কের পাশের সরকারি জমি দখল করে টিন দিয়ে দোকানঘর নির্মাণ করা হয়। স্থানীয় জাফর তালুকদার, জমির তালুকদার, পলাশ মাতুব্বর, ফজলু তালুকদার, চান মিয়া মাতুব্বর, আফজাল তালুকদারসহ বেশ কিছু স্থানীয় প্রভাবশালীরা মিলে প্রায় ১০টি দোকান ঘর নির্মাণ করেন। সেইসব দোকানঘর ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ডাসার থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালানো হয়। অভিযানে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয় আবুল, কাওসার, মোসলেমসহ একাধিক ব্যক্তি জানান, অবৈধ স্থাপনা (দোকানঘর) উচ্ছেদ করায় আমরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি উপজেলার বিভিন্নস্থানে অবৈধভাবে নির্মাণ করা সকল ধরণের স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাই।

ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, সরকারি জমিতে অবৈধভাবে তোলা ১০টি দোকানঘর ভেঙ্গে দেয়া হয়েছে। উপজেলার অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে ভেঙ্গে দেয়া হবে।

(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)