প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : আধুনিক প্রযুক্তিক স্বনির্ভর বাংলাদেশে দিন দিন হারিয়ে যাচ্ছে বাটন মোবাইলের ব্যবহার। বাড়ছে উন্নত টাচ ডিভাইসের ব্যবহার। তবে বয়স্কদের কাছে এখনো চাহিদার শীর্ষে বাটন মোবাইল। চায়নায় তৈরিকৃত স্বল্প মূল্যে বাটন মোবাইল দিয়েই আরো একটি বছর লীলা কীর্তন ভিডিও ধারণ করে রেখে দিচ্ছেন সালথা উপজেলার ফুলবাড়িয়া আনন্দ আশ্রমের সেবায়েত ধীরেন দাস। তিনি ভিডিওটি মাঝে চালিয়ে করবেন হৃদয় অঙ্গন।

মন্দিরে ১৯ (ফেব্রুয়ারি) বুধবার থেকে শুরু হয়ে চলে সাত দিন ব্যাপী সনাতন ধর্মের ভাগবত পাঠ, মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান। ধীরেন দাস বলেন, গোপালগঞ্জের মীর সম্প্রদায় ও ছোট হরিদাসের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। ব্যাপক জনসাধারণের উপস্থিতি ছিল।

(পিবি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)