দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি : "বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই" এই স্লোগানকে সামনে রেখে, দেশব্যাপী ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে ইন্সটিউটের ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় তারা অতি দ্রুত দেশের আইন-শৃঙ্খলা ফিরিয়ে এনে সন্ত্রাস, চাঁদাবাজ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দেশে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।
(এএনআই/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)