শরীফের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে বিশাল মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নিত্য পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে চার দফা দাবি নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা আহবায়ক মোঃ শরিফ হোসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন।
২৫ ফেব্রুয়ারি দুপুরে নগরীর ডন চেম্বার মোড়ে এই জন সমাবেশ করা হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এছাড়া মিছিলটিতে আরো অংশগ্রহণ করেন বাদশা, রবেদ আলী, মনির, ফয়েজ, আক্তার, মামুন, সবুজ, ফাহিম, নিজা, স্বপন, আমির, শুভ, তাহসান, সাইফুল, বিজয়, পারভেজ, মাসুম প্রমুখ।
(এমএস/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)