স্টার রিপোর্টার, পঞ্চগড় : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত ভাষা সৈনিক সুলতান বইমেলার পঞ্চম দিবস ২৫ ফ্রেবুয়ারি মঙ্গলবার রাতে তিনটি নতুন বইয়ের মোড়ক উম্মোচন করেছে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মতিউর রহমান।

মোড়ক উম্মোচনকৃত বই তিনটির মধ্যে রহিম আব্দুর রহিম রচিত 'দেখা শোনা জানা কথা' প্রবন্ধ ক্যাটাগরির এইগ্রন্থটির প্রকাশক দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অভিযান।৩২টি প্রবন্ধ নিয়ে গ্রন্থিত বইটি লেখক তাঁর দুই বন্ধু, এটিএম নুরুল আলম মনা ও প্রয়াত বন্ধু নাজনীন আক্তার লিনাকে উৎসর্গ করেছেন। দাম রাখা হয়েছে ৫শত৫০টাকা। বইটি লেখককের ১৩তম লেখনি কর্ম।

মোড়ক উন্মোচিত দ্বিতীয় বইটি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ রচিত উপন্যাস 'ভালোবাসার দহন'। এটির প্রকাশক অনন্য প্রকাশনা,মূল্য রাখা হয়েছে ২শত ৫০টাকা।লেখক বইটি উৎসর্গ করেছেন তাঁর প্রয়াত বাবা নজিমুদ্দিন ও মাতা প্রয়াত মিরজান বেওয়াকে। তৃতীয় বইটি মো.মকসেদ আলী রচিত কাব্যগ্রন্থ 'পুষ্প কাহন'।এই বইটির প্রকাশক অনন্য প্রকাশনা প্রতিষ্ঠান।বইয়ের মূল্য ২৫০ টাকা।

মোড়ক উন্মোচনকালে লেখকদের জীবনালেখ্য এবং কর্ম বিষয়ক স্টোরি প্রাঞ্জল ভাষায় পাঠ করেন শোনান তরুন সমাজসেবী,ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আহসান হাবিব সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফ হাসান চৌধুরী ও মোহাম্মদ সোহেল রানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উল্লেখ, পঞ্চগড় সুলতান আলম বইমেলা গত একুশে ফ্রেবুয়ারি বিকাল তিনটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলী। ভাষা সৈনিক সুলতান বইমেলা চলবে আগামী ২৮ফ্রেবুয়ারি পর্যন্ত।মেলায় প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ন'টা অবধি চলছে আলোচনা, বিতর্ক,সাধারণ জ্ঞান প্রতিযোগিত।হচ্ছে নৃত্যালেখ্য, মঞ্চস্থ হচ্ছে নাটক।

মেলার ২৮ স্টলের মধ্যে ১২টি বুকস্টলে বিক্রি হচ্ছে বই।বাকী স্টলগুলোতে শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে বই প্রদর্শনী চলছে।মেলা আঙ্গিনার সার্বিক শোভা ও সৌন্দর্য বর্ধনে সফল শ্রম এবং মেধা ইনভেস্ট করেছেন, পঞ্চগড় নেজারত ডিপুটি কালেক্টরেটের মো.আমিনুল হক তারেক(এনডিসি)।

(এআর/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)