ধামরাইয়ে ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই উপজেলা প্রশাসন আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের অবৈধ কেএসএস ইট ভাটায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাফফাত আরা সাইদ পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইটভাটা গুড়িয়ে দিয়েছে।
ইটভাটায় ভেকু দিয়ে ইট পোড়ানো চুল্লি ও ধোয় নির্গত হওয়ার চোঙ্গা ভেঙ্গে ফেলা হয়েছে। এসময় মালিক পক্ষের লোক জনছিল না।
ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামনুন আহাম্মেদ বলেন, যে কোনো অবৈধ ইট ভাটায় এমন অভিযান অব্যাহত থাকবে।
(ডিসিপি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)