মাদারীপুরের ডাসারে নারীর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে সুবর্ণা পাল (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নিহতের বাড়ির পাশের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুবর্ণা ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর শশিকর গ্রামের নিরঞ্জন পালের মেয়ে এবং বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের সুমন রুদ্র এর স্ত্রী।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের বাবার বাড়ি থেকে বের হয়ে নিখোজ হন সুবর্ণা পাল। পরে মঙ্গলবার দুপুুরে বাড়ির পাশে ধানক্ষেতের মধ্যে সুবর্ণা পালের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়। সুবর্ণা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার জন্য বাবা নিরঞ্জন পালের বাড়ীতেই থাকতেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ধান ক্ষেত থেকে নিহত সুবর্ণার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাবার পর মৃত্যুর কারণ জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)