কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে দুই দিন ব্যপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
স্কুল এন্ড কলেজের সভাপতি রীমা ভূইয়ার সভাপতিত্বে কলেজ ইনচার্জ মোঃ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রাসেল সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার তামান্না তাসনীম। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম।
অনুষ্ঠান উদ্বোধন করেন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আতিকুর রহমান, কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, রূপালী বাংলাদেশ প্রতিনিধি বেলায়েত হোসেন শামীম,দেলোয়ার জেনারেল প্রাইভেট হাসপাতাল এর পরিচালক দেলোয়ার হোসেন, হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন রিপন প্রমূখ। পরে প্রতিযোগিদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)