বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে কুরআন তেলাওয়াত ও শ্রীমদ্ভগবতগীতা পাঠের মধ্য দিয়ে দলীয় অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির ও সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক এ সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন।

আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতে আমির অধ্যক্ষ আব্দুল হক। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল।

এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন গকুল কুমার সাহা (মন্টু), গোপাল চন্দ্র রায়, অনিমেষ কৃষ্ণদাস (সাধু)।

এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন উৎপল কুমার সাহা, স্বপন কর্মকার, নিপেন্দনাথ সাহা, বিপুল চন্দ্র দাস, বিকাশ মন্ডল, বিভূতি ভূষণ রায়, গোপাল চন্দ্র রায়, বিনয় মহন্ত, স্বপন চন্দ্র শীল সহ দের শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমির জাহিদুল হকসহ বিভিন্ন ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত সদস্য গন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ মোঃ রবিউল ইসলাম।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)