রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ম্যাটসদের অযৌক্তিক চারদফা এবং উপদেষ্টা দপ্তরের অন্যায় অপরিপক্ক সমর্থন বাতিলের দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের সাতক্ষীরা মেডিকেল কলেজের ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সামেকের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ইমু হোসেন রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষার্থী প্রান্ত কর্মকার, রায়হান হোসেন, সোহানুর রহমান সোহান প্রমুখ।

এসময় বক্তরা বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার কর্তৃপক্ষ রায় দিবে রায় যদি আমাদের পক্ষে না আসে এবং যদি আমাদের এই দাবী মেনে নেওয়া না হয়, তাহলে পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীরা ক্লাস বন্ধ সহ আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)